মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘চিনিশিল্পকে লাভজনক করার জন্য সবাইকে কাজ করতে হবে’

নাটোর প্রতিনিধি

‘চিনিশিল্পকে লাভজনক করার জন্য শ্রমিক-কর্মচারীসহ সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি অধিক আখ উৎপাদনসহ আখের ফলন বৃদ্ধি করতে হবে।’ নাটোর চিনিকলের মিলগেট সাবজোনের বড় চাষি ও কৃষি কর্মকর্তা কামাল উদ্দিনের জমিতে আখ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল এ কথা বলেন।

আখ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ এফ এম জিয়াউল ফারুক, রুস্তম আলী, রাকিবুর রহমান খান, কামাল উদ্দিন প্রমুখ। ২০১৯-২০২০ আখ রোপণ মৌসুমে নাটোরে আখ রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার একর জমি। উল্লেখ্য, দেশের ১৫টি চিনিকলের মধ্যে সবচেয়ে বড় আখ চাষি কামাল উদ্দিন। তিনি একাই নাটোর চিনিকলে প্রতি মাড়াই মৌসুমে প্রায় ২৩ হাজার মেট্রিক টন এবং নাটোর নর্থবেঙ্গল চিনিকলে আরও অতিরিক্ত ১০০ মেট্রিক টন আখ সরবরাহ করে থাকেন।

সর্বশেষ খবর