বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জনবল সংকটে ব্যাহত চিকিৎসাসেবা

লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্স

ফারুক আল শারাহ, লাকসাম (কুমিল্লা)

কুমিল্লার লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসক ও জনবলের অভাবে হাসপাতালের অপারেশন থিয়েটারটি চালু করা যাচ্ছে না। প্রসবজনিত সমস্যাসহ অপারেশনের রোগীদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যেতে হয়। এলাকাবাসী জানান, লাকসামের সাড়ে ৩ লাখ লোকের ভরসা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি ৩১ থেকে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। জনবলসহ অন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি না করায় দেখা দিয়েছে নানা সমস্যা। যারা কর্মরত আছেন তারা নিয়মিত কর্মস্থলে থাকছেন না বলেও অভিযোগ রয়েছে। আরএমও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। সূত্র জানায়, বিশেষজ্ঞ চিকিৎসকসহ চিকিৎসা কর্মকর্তার ২৬টি পদের মধ্যে ১৬টিই শূন্য। মেডিসিন, অ্যানেসথেসিয়া, শিশু, নাক-কান-গলা, চর্ম ও যৌন রোগ, চক্ষু, অর্থোপেডিকস বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সাধারণ মানুষ চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছেন। ডেন্টাল সার্জনের পদটিও শূন্য। ১২ জন মেডিকেল অফিসার/সহকারী সার্জনের স্থলে ৪ জন অফিসিয়ালি কর্মরত থাকলেও ১ জন দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছে। এদিকে প্রধান সহকারীসহ কর্মচারীদের ৩০টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র তিনজন। ফলে হাসপাতালের দৈনন্দিন কাজও ঠিকমতো হচ্ছে না। অন্যদিকে লাকসামে তিনটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের প্রতিটিতে একজন চিকিৎসা কর্মকর্তা এবং একজন সহকারী চিকিৎসা কর্মকর্তা, একজন ফার্মাসিস্ট ও ১ জন এমএলএসএস-এর পদ রয়েছে। কিন্তু চিকিৎসা কর্মকর্তাসহ জনবল সংকটে সেগুলোতে কাক্সিক্ষত সেবা মিলছে না। লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, ‘চিকিৎসকসহ জনবল এবং অন্যান্য সমস্যা থাকলেও আমরা রোগীদের সেবা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি শিগগিরই শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বলেন, ‘জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকসহ জনবল সংকট রয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। আগামী দুই মাসের মধ্যে চিকিৎসক সংকট কাটবে।’

সর্বশেষ খবর