বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

উল্টো পথের বাসে দুর্ঘটনা ভাঙচুর আগুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় উল্টোপথে চালানো একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। ক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আশরাফুল ইসলাম পলাশ (২৫) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।  এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার সকালে ‘আল সানি’ নামের একটি বাস চুয়াডাঙ্গা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। বাসটি শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডের অদূরে হঠাৎ উল্টোপথে ঢুকে পড়ে। এ সময় পাশের সড়ক থেকে একটি মোটরসাইকেল মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত হন পৌর এলাকার সাতগাড়ি গ্রামের মুকুলের ছেলে মোটরসাইকেলচালক পলাশ।

এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর