বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘চিকিৎসকের কাছে ভালো আচরণ পেলে রোগীর আস্থা বাড়ে’

দিনাজপুর প্রতিনিধি

চিকিৎসকের কাছে রোগীরা ভালো আচরণ আশা করে। ভালো আচরণ পেলে চিকিৎসকের প্রতি তাদের সুস্থ হওয়ার ব্যাপারে আস্থা বাড়ে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ‘বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে যা যা করা দরকার সবই করবে সরকার।’ রোগীরা যাতে হয়রানির শিকার না হন সেদিকে চিকিৎসকদের গুরুত্ব দেওয়ার অনুরোধ করেন তিনি। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় গতকাল কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এ সব কথা বলেন। এর আগে তিনি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্ক্যানু ও ইমারজেন্সি’র অবজারভেশন ওয়ার্ড উদ্বোধন করেন। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবু মো. খয়রুল কবীর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আব্দুস সালাম প্রমুখ।

সর্বশেষ খবর