বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
চসিকের আধুনিক বাস টার্মিনাল

অনুমোদন মিলল ভূমি অধিগ্রহণের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরের যানজট নিরসনে আধুনিক বাস টার্মিনাল নির্মাণে ৮ দশমিক ১০ একর জায়গা অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন মিলেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন শাখা এ সংক্রান্ত চিঠি গতকাল চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাছে পাঠিয়েছে। এর মাধ্যমে ভূমি অধিগ্রহণে জটিলতা নিরসন হলো। নগরের কুলগাঁও বালুছড়া এলাকায় ২৯৭ কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি নির্মাণ করা হবে। ২৫ হাজার বর্গমিটারের ড্রেনজসহ মোট ১৬ একর জায়গায় নির্মিত হবে টার্মিনাল।

সর্বশেষ খবর