শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মানবিক সেবায় এক দল রক্তযোদ্ধা

দুই বছরে ৩০৫০ ব্যাগ রক্তদান ২২ হাজার রক্তের গ্রুপ নির্ণয়

ফারুক আল শারাহ, লাকসাম (কুমিল্লা)

মুমূর্ষু রোগীকে রক্তদানসহ মানবিক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার লাকসাম উপজেলার একদল তরুণ। এ তরুণদের পারস্পরিক সৌহার্দ্যরে ভিত্তিতে গড়ে উঠেছে ‘ভিক্টোরি অব হিউমিনিটি’। সম্প্রতি ‘ভিক্টোরি অব হিউমিনিটি অর্গানাইজেশন’ সরকারি নিবন্ধনভুক্ত সংগঠনের স্বীকৃতি পেয়েছে।

লাকসামের একঝাঁক তরুণের স্বপ্নযাত্রা শুরু ২০১৭ সালের ১৪ এপ্রিল। ওইদিন মুমূর্ষু এক রোগীর রক্তের প্রয়োজন হলে বন্ধুর অনুরোধে জীবনে প্রথমবারের মতো রক্তদান করেন ফয়সাল মাহমুদ বাপ্পী। প্রথমবার রক্ত দেওয়ার এ আনন্দ তাকে বড় পরিসরে কাজের উৎসাহ যোগায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রক্তদানের ছবি পোস্ট করা হয়। ওই ছবি ব্যাপক সাড়া ফেলে। এরপর বন্ধুদের অনেকেই রক্তদানের আগ্রহ প্রকাশ করেন। ২০১৭ সালের মে মাসে আত্মপ্রকাশ হয় এ তরুণদের স্বপ্নের সংগঠন ‘ভিক্টোরি অব হিউমিনিটি অর্গানাইজেশন’র।

লাকসামসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে কারো রক্তের প্রয়োজন হলেই ভিক্টোরি অব হিউমিনিটির সভাপতি ফয়সাল মাহমুদ বাপ্পী ডোনার নিয়ে হাজির হন রোগীর পাশে। তাদের রক্তে কারো জীবন বাঁচলেÑএতেই আনন্দিত তারা। ফয়সাল মাহমুদ বাপ্পী জানান, গত দুই বছরে সম্পূর্ণ বিনামূল্যে তিন হাজার ৫০ ব্যাগেরও বেশি রক্তদান করেছেন তাদের সংগঠনের সদস্যরা। এই সময়ে ৩৫টি ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে ২২ হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ২০১৮ সালে সংগঠনের পক্ষ থেকে ১০৬ জন রক্তদাতাকে দেওয়া হয় সম্মাননা স্মারক। তাদের প্রত্যেকে বছরে চারবার রক্ত দান করেছেন। ভিক্টোরি অব হিউমিনিটর কার্যনির্বাহী পরিষদের ১৫ জন সদস্য, শতাধিক স্বেচ্ছাসেবী ও ৫ শতাধিক রক্তযোদ্ধাকে মানবিক সেবায় অনুপ্রেরণার পাশাপাশি সার্বিক সহযোগিতা করে আসছেন লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের। রক্তদানের পাশাপাশি পথশিশুদের জন্য শিক্ষা, অসহায়-দুঃখীদের পাশে দাঁড়ানো, বন্যার্তদের ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, শহর পরিচ্ছন্নতা কর্মসূচি, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে ‘ভিক্টোরি অব হিউমিনিটি’। এছাড়া লাকসাম উপজেলার শতাধিক স্কুল-কলেজ, মাদ্রাসায় একযোগে মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর গ্রহণ করে সাড়া জাগায় সংগঠনটি।

সর্বশেষ খবর