শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বেড়িবাঁধ ভেঙে শতাধিক পরিবার পানিবন্দী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

জোয়ারের অত্যধিক পানির চাপে খুলনার দাকোপ উপজেলার দুটি স্থানে প্রায় ১০০ গজ বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে অর্ধশত বাগদা চিংড়ির ঘের ও শতাধিক পুকুরের মাছ। তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। কামারখোলা ইউনিয়ন চেয়ারম্যান পঞ্চানন মন্ডল জানান, ঢাকী নদীতে স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৫ ফুট উচ্চতায় জোয়ারের কারণে ৫০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে এলাকার ৩০০ বিঘা আমন ফসল পানির নিচে তলিয়ে গেছে। ওই গ্রামের ৩০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে, সুতারখালী নদীর পানি লোকালয়ে ঢুকে কালাবগী গ্রামের ৭০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এখানে চিংড়িসহ অন্যান্য মাছের ঘের ভেসে  গেছে।

তলিয়ে গেছে আমন ধানের বীজতলা।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ভেঙে যাওয়া বাঁধ ২টি পাউবোর পরিত্যক্ত। এই মুহূর্তে বাঁধ দুটি সংস্কারের জন্য পাউবো অর্থ বরাদ্দ দিতে পারছে না।

সর্বশেষ খবর