শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

গুরুই গণহত্যা দিবস পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী উপজেলার আলোচিত গুরুই গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বেলা ১২টার দিকে মুক্তিযোদ্ধা বসু স্মৃতি পাঠাগারের উদ্যোগে স্থানীয় জয়বাংলা বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আফজালুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম, মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা লাল মিয়া, কমান্ডার আব্দুল মোতালেব বসুর ছেলে নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মুর্শিদ মিয়া, শাহাব উদ্দিন, শহীদুল ইসলাম, জাফর আলী প্রমুখ। সভা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

১৯৭১ সালের ৬ সেপ্টেম্বর পাকবাহিনী ও তাদের দোসররা            গুরুই গ্রামে হামলা চালিয়ে নারী-পুরুষসহ ২৬ জন মুক্তিকামী মানুষকে হত্যা করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর