শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সৈয়দপুরে ‘উচ্ছেদ নয় বন্দোবস্তের’ দাবি

নীলফামারী প্রতিনিধি

‘উচ্ছেদ নয়, বন্দোবস্তের’ দাবীতে জনসভা করেছে ভূমিহীনদের সংগঠন ‘অধিকার’। বৃহস্পতিবার রাতে সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কের তামান্না সিনেমা হল মোড়ে জনসভা  হয়। উপজেলা চেয়ারম্যান ও অধিকার সংগঠনের সভাপতি মোখছেদুল মোমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, অ্যাড. তুষার কান্তি রায়, বিএনপি নেতা অ্যাড. এসএম ওবায়দুর রহমান, আমিনুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি  রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, হাজী তাসলিম, মুক্তিযোদ্ধা একরামুল হক, অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন প্রমুখ। বক্তারা বলেন, সৈয়দপুরের দুই-তৃতীয়াংশ জমি রেলওয়ের। দীর্ঘদিন বিভিন্ন শ্রেণি-পেশার এ সব মানুষ রেলওয়ে জমিতে কোন রকম বাসাবাড়ি তৈরি বসবাস করে আসছে। উর্দুভাষীদের ২২টি ক্যাম্প রয়েছে। বিপুল সংখ্যক মসজিদ, মন্দির, গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে রেলওয়ের ভূমিতে। অনেক সংস্থার কার্যালয়ও রেলওয়ের জমিতে। রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ থেকে আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর সৈয়দপুরে রেলভূমিতে বসবাসকারীদের উচ্ছেদের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে করে গোটা শহরের মানুষ চরম আতঙ্কগ্রস্ত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

সভা থেকে দাবি পূরণে আগামী ১৪ সেপ্টেম্বর সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে একই দাবিতে  নীলফামারীর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ খবর