শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুর্গাপূজা নিয়ে দুই গ্রুপে উত্তেজনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সার্বজনীন দুর্গাপূজার প্রতিমা তৈরিতে হিন্দু সম্প্রদায়ের প্রতিপক্ষরা বাধা দেওয়াসহ একজনের ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।  জানা গেছে, জেলা দুর্গাপূজা কমিটির নেতারা বৃহস্পতিবার জেলা শহরের স্কুল-কলেজ রোডস্থ সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ীর মন্দিরে প্রতিবারের মতো প্রতিমা তৈরি করতে যান। কমিটির নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন ওই মন্দিরে ঢুকলে মন্দিরে আশ্রিত মৃত আক্লেশ্বর নরসুন্দরের ছেলে ভরত নরসুন্দর, তার দুই ভাই অনিল নরসুন্দর, সুনিল নরসুন্দর, ভরত নরসুন্দরের ছেলে বিপ্লব নরসুন্দর ও মৃত আক্লেশ্বর নরসুন্দরের জামাতাসহ অজ্ঞাত আরও ৮-১০ জন লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে হামলা চালান। এ সময় শহরের ঝিলিম রোডস্থ কানাইলাল চট্টোপাধ্যায়ের ছেলে ও পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় চট্টোপাধ্যায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ খবর