রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘শোলাকিয়ার ঐতিহ্য রক্ষা করা হবে’

কিশোরগঞ্জ প্রতিনিধি

‘কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য ও মর্যাদা যে কোন মূল্যে রক্ষা করা হবে। শোলাকিয়া কিশোরগঞ্জবাসীর আবেগ ও অনুভূতির জায়গা। কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আয়োজনে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। বক্তারা কোন সভায়, কাদের সিদ্ধান্তে মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণের জন্য শোলাকিয়া ঈদগাহকে নির্বাচন করা হয়েছে সে বিষয়টি কিশোরগঞ্জের-১ আসনের এমপিকে অবহিত করার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানান। মসজিদ ও কালচারাল সেন্টার নির্মাণের জন্য সরকারি বিধানমতে খাস জমি অথবা ৪০ শতাংশ জমি অধিগ্রহণের বাইরে অন্য কোন সুযোগ আছে কিনা সে প্রশ্ন রাখেন তারা। একই সঙ্গে শোলাকিয়া ঈদগাহের পাশের গরুর হাট অন্যত্র সরিয়ে অথবা শহরের অন্য কোনো জায়গায় মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণের দাবি তোলেন।

মোকাররম হোসেন শোকরানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অ্যাড. মিয়া মো. ফেরদৌস, আবু তাহের মিয়া, আবু খালেদ পাঠান, অ্যাড. মোজাম্মেল হক খান রতন, অ্যাড. নাসির উদ্দিন ফারুকী প্রমুখ।

সর্বশেষ খবর