শিরোনাম
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে : কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন- নতুন নতুন কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন খরচ কমাতে কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এক সময় বাংলাদেশ ছিল খাদ্য ঘাটতির দেশ। মঙ্গাকবলিতর দেশ। এখন আমাদের দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি বলেন- এখন আমাদের লক্ষ্য নিরাপদ ও পুষ্টিমাণ সমৃদ্ধ খাদ্য নিশ্চিত করা। এছাড়াও আধুনিক কৃষি ও বাণিজ্যিক কৃষির জন্য কাজ করে যাচ্ছে সরকার। কৃষিকে লাভজনক করতে হলে কৃষিপণ্য রপ্তানির বিকল্প নেই। তিনি আরও বলেন- বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহা-সড়কে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত কৃষিপণ্য যথা সময়ে বাজারে বিক্রি করতে পারেন তার জন্য এলাকার সকল রাস্তা-ঘাঁট পাঁকা করা হয়েছে।

তিনি গতকাল টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলার পাইস্কা পুরাতন বাজারের চার কোটি টাকা ব্যায়ে (চার তলা) গ্রামীণ মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সর্বশেষ খবর