রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘আলোকিত মানুষ হতে হলে শিক্ষার বিকল্প নেই’

দিনাজপুর প্রতিনিধি

আলোকিত মানুষ হতে হলে শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, পাঠ্যপুস্তক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে প্রাইমারি, হাই স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো এবং শিক্ষার পরিবেশ গড়ে তুলেছেন।

গতকাল তিনি দিনাজপুর সুইহারীস্থ নভারা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

দিনাজপুর ধর্ম প্রদেশের বিশপ ড. সেবাস্টিয়ান টুডু (ডি.ডি)-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, ইউএনও ফিরুজুল ইসলাম, খালেকুজ্জামান রাজু, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, প্রধান শিক্ষক মালতী কস্তা, মোস্তাফিজুর রহমান মাসুদ, জিয়াউর রহমান নওশাদ প্রমুখ।

সর্বশেষ খবর