সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থীসহ নিহত ৭

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থীসহ নিহত ৭

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ছাড়া চার জেলায় সড়কে প্রাণ গেছে এক এসআইসহ পাঁচজনের। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- রাজশাহী : পবা ও বাগমারা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক এবং এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষকের নাম আনোয়ারুল আক্তার রনি (৩৮)। তিনি পবা উপজেলার এ কে এম ধোপাঘাটা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। রনি রাজশাহী মহানগর যুবলীগের শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন। অন্যদিকে বাগমারায় নিহত স্কুলশিক্ষার্থীর নাম আসাদুল ইসলাম (১২)। সে উপজেলার ঝিকড়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও ঝিকড়া গ্রামের আহাদ আলীর ছেলে। গাজীপুর: কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় বিকালে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। তারা হলেন উপজেলার মৌচাক কামরাঙ্গীরচালার ইউনুছ আলীর স্ত্রী তমিরন বেগম (৫২) ও আছিয়া বেগম (৩৮)। আছিয়ার বিস্তারিত পরিচয় জানা যায়নি। নাটোর : গুরুদাসপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক আরোহী। উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকায় দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরোহীর নাম শাহাবুদ্দিন সেখ (২০)। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রেজাউল করিমের ছেলে।

আমতলী : বরগুনার তালতলী থানার এএসআই আবুল হাসান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমতলী-তালতলী সড়কের দক্ষিণ কচুপাত্রা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আবুল হাসান থানার ওয়ারেন্ট তামিল করতে কচুপাত্রা বাজারে যাচ্ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। সাইফুল আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের আলম মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মাসুম নামের আরেক কিশোর।

সর্বশেষ খবর