সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

প্রি পেইড মিটার স্থাপন বন্ধের দাবি

আবাসিক বিদ্যুৎ গ্রাহকদের গলার কাঁটা প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে আমরা নারায়ণগঞ্জবাসীর সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়েছে। গতকাল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। নুরুদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন মন্টু, হাফিজুল ইসলাম, আবু হাসান টিপু প্রমুখ।

বক্তারা বলেন, বড় বড় মিল কারখানাগুলোর শত শত কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তাদের বিল পরিশোধ করা হয় না। সিস্টেম লসের বিল তুলার জন্যই সাধারণ জনগণের ওপর প্রি-পেইড মিটারের খড়গ চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা অগ্রিম বিল দিয়ে বিদ্যুৎ চালাতে চাই না। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

টঙ্গী পূর্ব থানাকে সম্মাননা

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন গাজীপুর মেট্রো পলিটন (জিএমপি) পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার)। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ, (জিএমপি) ডিসি ক্রাইম শরিফুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আহসানুল হক প্রমুখ।-টঙ্গী প্রতিনিধি

স্মারকলিপি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনকে শাসন প্রশাসনে সুশাসন নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি দিয়েছে জেলা জাসদ। গতকাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী। উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি এ কে ইব্রাহিম, সৈয়দ হোসেন, হাবিবুল্লাহ মাস্টার, হাবিবুল্লাহ হবু, সেলিম সিকদারসহ নেতারা।

-নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর