বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাহাড়ধসে প্রাণ গেল দুই শিশুর

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

পাহাড়ধসে প্রাণ গেল দুই শিশুর

কক্সবাজারের টেকনাফে মাটি চাপায় বিধ্বস্ত বসতঘর -বাংলাদেশ প্রতিদিন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার ফকিরামুড়া ও উরুমের ছড়া এলাকায় পাহাড়ধসে তিনটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় মাটিচাপা পড়ে মারা গেছে দুই শিশু। আহত হয়েছেন কয়েক পরিবারের ১২ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ভোরে পাহাড়ধসের এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- পৌরসভার পুরান পল্লানপাড়া ফকিরামুড়ার রবিউল আলম মুন্নার ছেলে মেহেদী হাসান (১১) ও উরুমের ছড়া এলাকার মোহাম্মদ আলমের সন্তান আলিফা (৫)। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খান এ আলম বলেন, হালিমা ও তার মেয়ে ইসমত আরার অবস্থা আশঙ্কাজনক। তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। টেকনাফের ইউএনও রবিউল হাসান জানান, কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে টেকনাফে। এর মধ্যে মঙ্গলবার ভোরে দুই স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে। ভারি বৃষ্টির কারণে টেকনাফের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কয়েকটি ঘরবাড়ি ভেঙে গেছে।

সর্বশেষ খবর