শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বন্যায় ভেঙে যাওয়া কালভার্ট মেরামত না করায় ভোগান্তি

নওগাঁ প্রতিনিধি

বন্যায় ভেঙে যাওয়া কালভার্ট মেরামত না করায় ভোগান্তি

নওগাঁর রাণীনগরে বন্যায় ভেঙে যাওয়া কালভার্ট - বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর রাণীনগরে বন্যায় ভেঙে যাওয়া ঝিনা-লোহাচুড়া রাস্তার কচুয়ার ডারা এলাকার একটি রিং কালভার্ট মেরামত না করায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ। এলাকাবাসী জানায়, উপজেলার বড়গাছা ইউনিয়নের বিভিন্ন রাস্তা ও কালভার্ট খানাখন্দে ভরা। দীর্ঘদিনেও এগুলো সংস্কার না করায় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ঝিনা বাজার থেকে লোহাচুড়া যাওয়ার একমাত্র উপায় ঝিনা রাস্তাটি। কচুয়া, লোহাচুড়া, ঝিনাসহ কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ এই পথে চলাচল করে। প্রায় দুই মাস আগে বন্যায় ভেঙে যায় এই রাস্তার ডারা এলাকায় একটি কালভার্ট। ভেঙে যাওয়া এই কালভার্টের ওপর দিয়ে বর্তমানে সাইকেল, ভ্যান, মোটরসাইকেলসহ অন্য ছোটখাটো যানবাহন চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। এতে করে প্রত্যন্ত এই অঞ্চলের মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। এ ছাড়াও এই রাস্তার মাঝে মাঝে ইট উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

রাণীনগরের বড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান শফিউল ইসলাম বলেন, এই ভাঙা কালভার্ট ও রাস্তার বেহাল দশার কথা উপজেলা প্রশাসন ও প্রকৌশলী দফতরকে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ এলেই কাজ শুরু হবে।

সর্বশেষ খবর