শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই স্থানে সমাবেশ ঘিরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। গতকাল বিকাল ৩টায় জামপুর ইউনিয়নের বস্তল মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের সোনারগাঁও উপজেলার আহ্বায়ক অ্যাড. শামছুল ইসলাম ভূঁইয়া ওটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা আহবান করে। একই সময় একই স্থানে সোনারগাঁ যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু সভা আহ্বান করেন। এ সময় দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উপজেলার আহ্বায়ক অ্যাড. শামছুল ইসলাম ভূইয়া পক্ষের জেলা মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগের সহ-সভাপতি জুয়েল ও যুগ্ম সম্পাদকসহ ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশের হস্তক্ষেপে উভয় পক্ষ পৃথক দুটি স্থানে সভা করেন। জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিরুর বাস ভবনে সভা করেন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ. হাই। রফিকুল ইসলাম নান্নু সাইদুল মার্কেটের পাশে সভা করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ বাদল বলেন,  যারা মাদক নির্মূলের নামে মাদক ব্যবসা করে তারাই জুয়েল ও হাবিবকে জখম করেছে। এর পাল্টা জবাব দেওয়া হবে। ইউএনও বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে উভয় পক্ষকে সমাবেশ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামন বলেন, উভয় পক্ষে সমাবেশ ডাকলেও কাউকে অনুমতি দেওয়া হয়নি। তার পরও আওয়ামী লীগের দুই পক্ষ সমাবেশ স্থানে এলে উত্তেজনা বিরাজ করে।

সর্বশেষ খবর