রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লায় ৪০ কোটি টাকা হাতিয়ে ডেভেলপার কোম্পানি উধাও

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লায় ৪০ কোটি টাকা হাতিয়ে ডেভেলপার কোম্পানি উধাও

গোল্ড ডায়মন্ডের নির্মাণাধীন ভবন -বাংলাদেশ প্রতিদিন

শতাধিক গ্রাহকের ৪০ কোটি টাকা নিয়ে কুমিল্লায় এক ডেভেলপার কোম্পানির দুই মালিক উধাও হয়ে গেছেন। কুমিল্লা নগরীর রানীর বাজারে অবস্থিত এই কোম্পানির নাম গোল্ড ডায়মন্ড প্রপার্টিজ। চেয়ারম্যান পিন্টু সাহা ও ম্যানেজিং ডিরেক্টর মন্টু সাহা। পিন্টু ও মন্টু দুই ভাই। দুই ভাই উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তারা সপরিবারে নিরুদ্দেশ হওয়ায় গ্রাহকদের মাঝে হাহাকার শুরু হয়েছে। গ্রাহকদের মধ্যে রয়েছেন রাজনীতিক, চিকিৎসক, সাংবাদিক ও ব্যবসায়ী। অনেকে সারা জীবনের সঞ্চয় এবং ব্যাংক ঋণ করে টাকা দিয়েছেন। গত শুক্রবার রাত থেকে পিন্টু সাহা ও মন্টু সাহার কোনো খোঁজ নেই।

গোল্ড ডায়মন্ড প্রপার্টিজের নগরীর তালপুকুর পাড়ে তিনটি, নওয়াব ফয়জুন্নেছা স্কুলের পাশে একটি, বাগিচাগাঁয়ে একটি, পুরাতন চৌধুরীপাড়ায় একটি, মিশনারি স্কুলের পাশে একটিসহ ১২টি প্রকল্প বাস্তবায়নাধীন। রানীর বাজারে গোল্ড ডায়মন্ড প্রপার্টিজ কোম্পানির অফিসের সামনে গিয়ে দেখা যায় দরজায় তালা মারা। একই এলাকায় তাদের পৈতৃক বহুতল ভবন রয়েছে। সেখানে দুই ভাইয়ের বাসায়ও তালা। পিন্টু-মন্টুর এক ভাই পিয়াস সাহা বলেন, তারা দুজন শনিবার থেকে স্ত্রী-সন্তানসহ বাসায় নেই। কোথায় গেছেন জানেন না। এ বাড়িটি তারা ইউসিবিএল ব্যাংকে বন্ধক রেখেছেন। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, গোল্ড ডায়মন্ড প্রপার্টিজ কোম্পানির কাছে একটি পক্ষ টাকা পেত, তিনি দরবার করে ২৬ লাখ টাকার মধ্যে ১৪ লাখ উদ্ধার করে দিয়েছিলেন। এখন শুনছেন তারা দেশ ছেড়ে চলে গেছেন। ক্ষতিগ্রস্তরা যোগাযোগ করলে তিনি মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে জানান। কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ক্ষতিগ্রস্তরা যোগাযোগ করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

 

সর্বশেষ খবর