রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

এবড়োথেবড়ো দুই সড়কে সীমাহীন দুর্ভোগ

নওগাঁ প্রতিনিধি

এবড়োথেবড়ো দুই সড়কে সীমাহীন দুর্ভোগ

নওগাঁ শহরের একটি বেহাল সড়ক - বাংলাদেশ প্রতিদিন

নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ দুটি সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে চলতে গিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী-পথচারীরা। স্থানীয়রা সড়ক দুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। জানা যায়, শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান নওগাঁ সরকারি কলেজ মোড়। এ কলেজে প্রায় ২০ হাজার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী রয়েছেন। কলেজ মোড় থেকে থানার মোড় এবং কলেজ মোড় থেকে রুবির মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ। এ দুটি রাস্তার পিচ উঠে ইট-পাথর বেরিয়ে এবড়োথেবড়ো হয়ে গেছে। কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। কলেজের আশপাশে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাসহ ৪০-৫০ হাজার মানুষের বাস। এ সড়ক দিয়ে শিক্ষার্থীদের নিয়মিত কলেজে আসা-যাওয়া করতে হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়া বেহাল হয়ে পড়েছে সড়কটি। বর্ষাকালে কলেজে যাতায়াতের সময় কাঁদা-পানিতে ভিজে একাকার হন শিক্ষার্থীরা। অপরদিকে কলেজ মোড় থেকে রুবির মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক হাসপাতাল রোড নামেও পরিচিত। ওই সড়কের পাশেই নওগাঁ সদর হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, সিভিল সার্জন অফিস, পরিবার পরিকল্পনা কার্যালয়, স্টাফ কোয়ার্টার, সওজের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় এবং খাদ্যবিভাগ। এছাড়া সড়কের দুই ধারে ২০টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এ সড়কের খোয়া-বালু, বিটুমিন উঠে গেছে। বিভিন্ন স্থানে খানাখন্দকের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে খানাখন্দকে জমে পানি। বৃষ্টির পর পথচারীদের হাঁটাও কষ্টকর হয়ে উঠে। সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে লক্ষাধিক মানুষ। নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী শাহজালাল বলেন, কলেজের প্রধান গেটের সামনেই রাস্তায় গর্তে সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে।

ছাত্রাবাস থেকে ৪০০ মিটার দূরে কলেজ। এতটুকু রাস্তা হেঁটে আসতে প্যান্ট কাদা-পানিতে ভিজে একাকার হয়ে যায়। যারা নিয়মিত হেঁটে এ রাস্তা দিয়ে আসা-যাওয়া করেন তাদের দুর্ভোগের শেষ থাকে না। স্থানীয় বাসিন্দা শুভ বলেন, দীর্ঘদিন সড়ক দুটি সংস্কার না করায় জনসাধারণকে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। নওগাঁ পৌরসভা মেয়র নজমুল হক সনি বলেন, ‘জনগুরুত্বপূর্ণ এ দুটি রাস্তার কাজের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে আছে। কাজ শুরুর অপেক্ষা।’

সর্বশেষ খবর