রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বগুড়ায় ১০ টাকার চাল পাচ্ছেন দেড় লাখ কার্ডধারী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বগুড়ায় ১০ টাকা কেজির চাল বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে ১৬ সেপ্টেম্বর। নভেন্বর মাস পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। চলতি মাসের বরাদ্দের চাল ইতিমধ্যে ডিলাররা উত্তোলন করেছেন। বগুড়া খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় চলতি বছর এ পর্যন্ত ৭৩ হাজার ৮৯২ মেট্রিক টন আমন সংগ্রহ করা হয়েছে। চালের লক্ষ্যমাত্রা ছিল ৭৮ হাজার ৩৫৩ মেট্রিক টন। আর ধানের ক্রয় লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ৮৯৬ মেট্রিক টন। সেখানে ক্রয় হয়েছে ১৪ হাজার ১০০ মেট্রিক টন। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত ক্রয়ের তারিখ বর্ধিত করা হয়েছে। বগুড়া খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম জানান, ১০ টাকা কেজি দরে প্রতি মাসে কার্ডধারীরা (একজন এক মাসে) ৩০ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। এ জেলায় ১২টি উপজেলায় ২৮৩ জন ডিলার নিয়োগ দেওয়া রয়েছে। তারা এক লাখ ৫৩ হাজার ৫৫ জন কার্ডধারীকে নির্ধারিত দাম ও পরিমাণে চাল সরবরাহ করবেন।

সর্বশেষ খবর