রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বন্ধ হয়ে গেল ঐতিহ্যবাহী মিষ্টান্ন ভান্ডার!

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের প্রাণকেন্দ্র নিমতলার অর্ধশত বছরের পুরনো ঐতিহ্যবাহী ‘পুরাতন নিমতলা দধি ও মিষ্টান্ন ভান্ডার’ বন্ধ হয়ে গেছে। দোকানের জমি নিয়ে মামলা চলমান থাকা সত্ত্বেও গতকাল জিনিসপত্র সরিয়ে দেয়াল নির্মাণ করে প্রতিষ্ঠানটির দখল নেওয়া হয়। দখলদার এরশাদের দাবি, তিনি ওই প্রতিষ্ঠানের মালিকের ভাইয়ের কাছ থেকে ওই জমি কিনেছেন। দখল নয়, কেনা জমি বুঝে নিয়েছেন।

পুরাতন নিমতলা দধি ও মিষ্টান্ন ভান্ডারের মালিক দুলাল পাল (৭২) জানান, দোকানটি তিনি ও তার এক ছেলে পরিচালনা করে আসছেন। দোকান ও আশপাশের ১৩ শতাংশ জমির মালিক তিনি ও তার ভাই ননি গোপাল পাল। অর্ধেকের উপর তার দোকান ও বসতবাড়ি রয়েছে। বাকি অর্ধেক তার ভাই ভোগদখল করতেন। নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জানান, এরশাদ ১০ বছর আগে জমি কিনেছেন। তিনি পৌরসভার কাছে দখল বুঝে নেওয়ার আবেদন করলে মানবিক কারণে উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে সমাধান করে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর