সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিনা অপরাধে হাজতবাস!

নেত্রকোনা প্রতিনিধি

বিনা অপরাধে হাজতবাস!

সুজিত বর্মণ

থানায় গিয়ে ধরা দিয়ে আটক হন সুজিত বর্মণ (২৫)। এর আগে বাড়িতে ছুটিতে এসেছিলেন জামালপুর কর্মস্থল থেকে। আটকের নয় দিন পর প্রথম সন্তানের বাবা হলেও দেখা হয়নি সন্তানের মুখ। ৫৮ দিন ধরে জেল খাটছেন তিনি। সুজিত নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া গ্রামের মনোরঞ্জন বর্মণের ছেলে। কেন্দুয়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ওই এলাকার নবম শ্রেণির এক ছাত্রী পালিয়ে যায় গৌরীপুরের হান্নান নামে এক যুবকের সঙ্গে। ১৮ জুলাই ছাত্রীর বাবা কেন্দুয়া থানায় একই গ্রামের তিন ভাইবোনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। মামলায় পালিয়ে যাওয়া ছাত্রীর সহপাঠী মনি, তার ভাই সুজিত ও প্রদীপকে আসামি করা হয়। পুলিশ ওই দিনই সুজিতকে থানায় ডেকে নিয়ে আটক করে। অন্যদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়। পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর থেকে এক মাস পাঁচ দিন পর ২২ আগস্ট পালিয়ে যাওয়া মেয়েটিকে উদ্ধার করে। তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারে সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করলে সে জবানবন্দি দেয় কীভাবে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া মেয়েটি এখন পরিবারের সঙ্গে ঢাকায় অবস্থান করলেও বিনা দোষে আটক সুজিতের এখনো ছাড়া মেলেনি। কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ‘পালিয়ে যাওয় ছাত্রীর সঙ্গে হান্নান নামে একজনের প্রেম ছিল। মেয়েটি হান্নানের সঙ্গে পালিয়ে যায়। এদিকে অপহরণ মামলার পর থেকে বাদীসহ বিভিন্নজন আসামি ধরার জন্য নানা চাপ দিতে থাকে। এর মধ্যে চট্টগ্রামে এক কিশোরীর লাশের খবরে মেয়ের বাবাসহ আমরা বিচলিত। ফলে আমরা সুজিতসহ বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করতে থাকি। আমরা সাক্ষ্য গ্রহণ ও তদন্ত প্রায় শেষ করেছি। মামলার কাজও শেষের দিকে। মূল আসামি এতে সংযুক্ত হবে। নির্দোষরা অবশ্যই ছাড়া পাবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর