সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঘুষ না দেওয়ায় পাল্টা কমিটি ঘোষণা!

বাগাতিপাড়া ছাত্রলীগ

নাটোর প্রতিনিধি

ঘুষ না দেওয়ায় পাল্টা কমিটি ঘোষণা!

নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি প্রত্যাখ্যান করে গতকাল জেলা ছাত্রলীগ পাল্টা কমিটি ঘোষণা করেছে। সম্মেলনে গঠন করা কমিটির সাধারণ সম্পাদক দাবি করেন, জেলা নেতাদের দাবি করা দুই লাখ টাকা ঘুষ দিতে না পারায় জেলা ছাত্রলীগ এমন কা- করেছে। তবে জেলা ছাত্রলীগ সভাপতি অভিযোগ অস্বীকার করেছেন। নাটোর ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে উপজেলায় পাল্টা কমিটি ঘোষণা করেন। এ কমিটিতে নাজমুল হাসান নাহিদকে সভাপতি, ফজলে রাব্বিকে সহ-সভাপতি, শিহাব মাহাম্মুদ সজলকে সাধারণ সম্পাদক ও লালন বাদশা সোহাগকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে। এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সম্মেলনে নির্বাচিত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম প্রতিটি উপজেলা পৌরসভা ও ইউনিয়ন কমিটি টাকা নিয়ে গঠন করেছেন। তাদের চাহিদা মতো দুই লাখ টাকা দিতে না পারায় আগের রাতে সম্মেলন স্থগিত করতে বলেছিল।’ নাটোর জেলা ছাত্রলীগ সভাপতি রাবিকুল হাসান জেমস বলেন, ‘বাগাতিপাড়া ছাত্রলীগের সম্মেলন বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ছাড়া কারও সঙ্গে তাদের কোনো কথা হয়নি। ছাত্রলীগের কোনো পদপ্রার্থীর সঙ্গেও নয়। ফলে টাকা চাওয়ার দাবি একেবারে মিথ্যা।’

সর্বশেষ খবর