সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নকল ওষুধ তৈরির কারখানা

দুজনের জেল জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে র‌্যাব-১২ বগুড়ার ভ্রাম্যমাণ আদালত শহরের সুলতানগঞ্জ পাড়া ও ঠনঠনিয়া এলাকায় এই অভিযান চালায়। এ সময় নারীসহ দুজনকে গ্রেফতার করে তাদের জেল-জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান জানান, সুলতানগঞ্জ পাড়া এলাকার কল্পনা বেগম (৩৫) নামে এক নারী বাড়িতে নকল ওষুধ তৈরির কারখানা গড়ে তুলেছিলেন। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়। সেই সঙ্গে আটক করা হয় কল্পনাকে। তিনি ওই এলাকার তাইজুল ইসলামের স্ত্রী। এরপর বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার শাহেদুজ্জামানের (৩৫) বাড়িতে অভিযান চালানো হয়। তার বাড়ি থেকেও বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ ও তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান জানান, কল্পনা বেগমের ৪০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। জেল-জরিমানা করা হয়েছে অপর আটককৃত শাহেদুজ্জামানকেও। তারা দুজনই ক্ষতিকর ও নকল ওষুধ তৈরি করছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর