সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দাফনের পর গার্ড অব অনার!

মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর দাফনের আগেই পুলিশের গার্ড অব অনার প্রদানের বিধান রয়েছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মুক্তিযোদ্ধা বাহারাম আলীকে দাফনের পর গার্ড অব অনার প্রদান করায় ক্ষুব্ধ হয়েছেন মুক্তিযোদ্ধারা। প্রতিবাদে সোমবার (আজ) মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। শিবগঞ্জ উপজেলার একবরপুর গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার মেজর মুক্তিযোদ্ধা বাহারাম আলী (৭৬) গত শনিবার ভোরে মারা যান। এ দিন সন্ধ্যায় মরহুমের জানাজা ও দাফনের সিদ্ধান্ত হয়। এর আগে সকালে বাহারামের সহযোদ্ধা ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মশিউর রহমান বাচ্চু শিবগঞ্জ থানার ওসিকে বিষয়টি জানান। তখন ওসি শিকদার মো. মশিউর রহমান তাকে জানিয়ে দেন সন্ধ্যার পর গার্ড অব অনার দেওয়া হয় না। জানাজা-দাফন শেষে পুলিশ পৌঁছে গার্ড অব অনার দেয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর