শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
সুবর্ণচরে গণধর্ষণ মামলা

১৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে এক নারীকে গণধর্ষণের চাঞ্চল্যকর মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা রুহুল আমিনসহ ১৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। গতকাল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সামছুদ্দিন খালেদ শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯এর ৩ ধারায় এ চার্জ গঠন করেন। বাদীপক্ষের আইনজীবী রবিউল হাসান পলাশ জানান, মামলার ১৬ আসামির মধ্যে ২ জন পলাতক রয়েছে। অপর ১৪ আসামি জেল হাজতে রয়েছে।

উল্লেখ্য, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ৩০ ডিসেম্বর ভোটের রাতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর স্বামী সিরাজ বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও দীর্ঘ তদন্ত শেষে ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে আদালতে।

সর্বশেষ খবর