শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছিনতাই নাটক করতে ফেঁসে গেল!

নাটোর প্রতিনিধি

লালপুরে ছিনতাইয়ের নাটক করতে গিয়ে ফেঁসে গেল বিকাশ ডিস্ট্রিবিউটরের কর্মকর্তা সুমন আলী ও তার মামাতো ভাই হাসান। তাদের গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে তাদের গ্রেফতার ও টাকা উদ্ধারের পর দুপুরে নটোরের পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আকরামুল হোসেন জানান, বুধবার লালপুর থানায় খবর আসে বিকাশ ডিস্ট্রিবিউটরের ডিএসও সুমন আলীর কাছ থেকে বিকাশের পাঁচ লাখ ৮০ হাজার টাকা ও প্রতিষ্ঠানের দুইটি মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। পরে তদন্ত করে জানা যায় সুমন তার মামাতো ভাই হাসানের যোগসাজশে ছিনতাই নাটক সাজিয়ে বিকাশের টাকা নিয়ে গেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে সুমন বিষয়টি স্বীকার করে বলেন, টাকাগুলো তার মামাতো ভাই হাসানের কাছে রেখেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী হাসানের ঘর থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার ও হাসানকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বড়াইগ্রামের সার্কেল এসপি হারুন আর রশিদ, জেলা গোয়েন্দা অফিসার সৈকত হাসান, ট্রাফিক ইন্সপেক্টর বিকর্ণ কুমার চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর