শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আট বছর পরও চালু হয়নি ২৫০ শয্যার হাসপাতাল

নীলফামারী

নীলফামারী প্রতিনিধি

আট বছর পরও চালু হয়নি ২৫০ শয্যার হাসপাতাল

আট বছরেও চালু হয়নি নীলফামারী ২৫০ শয্যার হাসপাতাল। ফলে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের মানুষ। গণপূর্ত বিভাগের সূত্র মতে, ২০১৩ সালে আটতলা হাসপাতাল ভবনটির কাজ শুরু হয়। ২০১৯ সালের এপ্রিলে ভবনটির ছয়তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়। ভবন নির্মাণের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৩০ কোটি ৫০ লাখ টাকা। জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সদ্য নির্মিত ২৫০ শয্যার হাসপাতালটি চালাতে হলে ২২০ জনের একটি টিমের প্রয়োজন। আমাদের সেই জনবল নেই। সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমাধান মেলেনি। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ফাইলপত্র চালাচালি চলছে। সব ধাপ পেরিয়ে ফাইলটি এখন অর্থ মন্ত্রণালয়ে আটকা রয়েছে। এই জটলা কবে খুলবে বলা মুশকিল। তাই হাসপাতালটি উদ্বোধন করা যাচ্ছে না। হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে ১০০ শয্যার হাসপাতালটি ৫০ শয্যার চিকিৎসক দিয়ে চলছে। হাসপাতালে ২২ জন চিকিৎসকের বিপরীতে রয়েছেন ১৩ জন।  হাসপাতাল সূত্র আরও জানায়, ১৩ জন চিকিৎসক দিয়ে ৬টি ওয়ার্ডে (ইনডোর) গড়ে প্রতিদিন ৩৫০ জন  রোগীকে চিকিৎসা দিতে হয়। এছাড়াও আউটডোরে (বহির্বিভাগ) টোকেনধারী গড়ে প্রতিদিন ৮০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কল্পনা রানী দাস বলেন, প্রতিদিন ৩৫০-৪০০ রোগী ভর্তি হন। এছাড়াও বহির্বিভাগে ৮০০-৯০০ রোগীকে সেবা দেওয়া হয়। সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বলেন,  সংকটের কথা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি।

২৫০ শয্যার হাসপাতালটি চালুর বিষয়েও কথা বলছি। অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দের অনুমোদন পেলে দ্রুত হাসপাতালটি কার্যক্রম চালু করা যাবে।

 

সর্বশেষ খবর