শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দেশে মসলার চাহিদা ৩৩ লাখ মেট্রিক টন

মাগুরা প্রতিনিধি

মসলাজাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল মাগুরা মসলা গবেষণার প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কর্মশালায় ড. বাবু লাল নাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলারঞ্জন দাশ। বিশেষ অতিথি ছিলেন ড. জাহাঙ্গীর আলম, ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস, সোহরাব হোসেন, ড. মনিরুজ্জামান। বক্তারা জানান, বাংলাদেশে ৩৫ জাতের মসলার উৎপাদন হয়ে থাকে। দেশে মসলার মোট চাহিদা ৩৩ লাখ মেট্রিক টন। উৎপাদন হয় ২৭ লাখ মেট্রিক টন। বাকি ৬ লাখ মেট্রিক টন মসলা বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। এ কারণে মসলা জাতীয় ফসলের চাষ বৃদ্ধির পাশাপাশি সংরক্ষণের কলাকৌশল জানা কৃষকদের জরুরি।

 

সর্বশেষ খবর