শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাগমারায় ঘুষমুক্ত বিদ্যুৎ সংযোগে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শতভাগ বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদানে গ্রাহকসেবা এবং মুজিববর্ষ উদযাপন উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন গ্রামে উঠান বৈঠক করেছে নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা জোনাল অফিস।

বাগমারা পল্লী বিদ্যুতের ডিজিএম সুলতান উদ্দীন জানান, তৃণমূল পর্যায়ে হয়রানি ও দুর্নীতিমুক্ত এবং দ্রুত সময়ে গ্রাহকের কাছে বিদ্যুতের সেবা এবং সংযোগ পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সেই সঙ্গে বৈদ্যুতিক দুর্ঘটনার কারণ, এ থেকে রক্ষায় করণীয়, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধসহ নারী উদ্যোক্তাদের শিল্প সংযোগ গ্রহণে উৎসাহিত করা হচ্ছে।

সূত্র জানায়, বাগমারায় এক লাখ বাড়িতে সংযোগ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ৯৬ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এ ছাড়া, কোনো পরিবার বিদ্যুৎ সংযোগের বাইরে রয়েছে কি না তা গ্রামে গ্রামে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর