শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘ফসলে অধিক কীটনাশক জনস্বাস্থ্যের জন্য হুমকি’

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে জৈব বালাইনাশকভিত্তিক বালাই ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ‘ফল ও শাক-সবজির পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশকভিত্তিক প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে গাজীপুরের পুবাইল আদর্শ কলেজের হল রুমে বারির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। তিনি বলেন, নিরাপদ খাদ্য এখন মানুষের অধিকার। ফসলে অধিক পরিমাণে কীটনাশক ব্যবহার করলে তা জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে উঠতে পারে। এজন্য আমাদের জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে। এতে আমরা যেমন নিরাপদ থাকবো তেমনি আমাদের পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যঝুঁকি কমে আসবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাবিবুর রহমান শেখ, মদন গোপাল সাহা, অধ্যক্ষ মো. কাইয়ুম খান, ড. নির্মল কুমার দত্ত।

সর্বশেষ খবর