রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাঁচ ঘণ্টায় চার বাল্যবিয়ে বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

পাঁচ ঘণ্টায় চার বাল্যবিয়ে বন্ধ

সিরাজগঞ্জে পাঁচ ঘণ্টার ব্যবধানে চারটি বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের অভিভাবকদের জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। আনিসুর রহমান জানান, বিকালে সদর উপজেলার ছোনগাছা গ্রামের একাদশ শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুন আঁখি (১৬), সন্ধ্যায় পৌর এলাকার কোবদাসপাড়ায় হাসি খাতুন (১৬), রাত ৮টায় শৈলাবাড়ী গ্রামের অষ্টম শ্রেণির আয়শা খাতুন (১৩) এবং একই সময়ে পশ্চিম গজারিয়া গ্রামের নবম শ্রেণির আমিনা খাতুনকে (১৪) বাল্যবিয়ে থেকে রক্ষা করা হয়। এসব বিয়ে আয়োজন করায় অভিভাবকদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

পাবনায় কাজির জরিমানা : পাবনা প্রতিনিধি জানান, জেলার ভাঁড়ারা খয়েরবাগানে ইউএনওর হস্তক্ষেপে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। এ সময় বাল্যবিয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় বরসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং কাজিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, ভাঁড়ারা ইউনিয়নের খয়েরবাগানে বীনা (১৪) নামের ওই ছাত্রীকে বিয়ে দেওয়া হচ্ছেÑ স্থানীয় সূত্রে পাওয়া এমন খবরে শুক্রবার সন্ধ্যায় সেখানে অভিযান পরিচালনা করা হয়।

সর্বশেষ খবর