রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পুলিশের ওপর হামলা গুলি, আটক ৬

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে আবুল কালাম হত্যা মামলা তুলে না নেওয়ায় ছেলে জীবনকে (১৮) বাড়ি থেকে তুলে নিয়ে রামদা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ আহত জীবনকে উদ্ধার করতে গেলে বিবাদী পক্ষের লোকজন অতর্কিতে পুলিশের ওপর হামলা করে। এ সময় পুলিশের তিন এসআইসহ ১২ কনস্টেবল আহত হন। এ সময় পুলিশ সাত রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত জীবনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। পুলিশের এ ঘটনায় জড়িত ছয়জনকে আটক এবং ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত রামদা, ছেনদা, হাঁসুয়া, বল্লম, স্টিলের পাত উদ্ধার করেন। শুক্রবার রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের বোরাখালীচর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল দুপুরে আহত জীবনের বোন সাবিনা আক্তার বাদী হয়ে একটি এবং এসআই জাকির হোসেন বাদী হয়ে পুলিশের কর্তব্য কাজে বাধা ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার বলেন, এ ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। ছয়জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর