রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শেখ হাসিনার মূলমন্ত্র সততা : তাজুল ইসলাম

বাঞ্ছারামপুর প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, তোমরা মেধাবী ছাত্রছাত্রীরা নিজ নিজ যোগ্যতায় আজকে মেধাবৃত্তি ও সম্মাননা পুরস্কার পেয়েছ। আমি চাই, এই মেধার ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে তোমরা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখনই কোনো কাজ করতেন, তিনি প্রথমে লক্ষ্য স্থির করতেন। পরে সে লক্ষ্যকে সামনে রেখে কাজ করতেন। বাঞ্ছারামপুরে গতকাল বার্ষিক মেধাবৃত্তি, এসএসসি ও দাখিল পরীক্ষা ২০১৯ সালে জিপিএ-৫ প্রাপ্ত ৫২৯ জন ছাত্রছাত্রীকে মেধাবৃত্তি ও সম্মাননা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে ক্যাপ্টেন (অব.) তাজ বলেন, তোমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূলমন্ত্র সততা, দেশপ্রেম, কর্মনিষ্ঠাকে অনুকরণ করে নিজেদের যৌগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে মর্যাদা প্রদান করে শিক্ষাব্যবস্থায় নজিরবিহীন সাফল্য এনেছেন। কল্যাণ সমিতির সভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী মিজানুর করিম, আমিরুল করিম মাওলা, সেলিম রেজা, মহিউদ্দিন আহম্মেদ মহি, অধ্যক্ষ আবুল খায়ের দুলাল, নুরুল ইসলাম, সাঈদ আহমেদ বাবু, শরিফুল ইসলাম, প্রকৌশলী আবদুল হক, মাসুদ করিম সাজু, সহিদুল হক বাবুল, খলিলুর রহমান টিপু, কাজী জাদিদ আল রহমান জনি, তফাজ্জল হোসেন, র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার আলী রেজা রাব্বী প্রমুখ।

স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান ভূইয়া, শ্রমিক লীগ নেতা সৈয়দ আজিজ, ছাত্রলীগ নেতা জুয়েল আহম্মেদ, আলাউদ্দিন সরকার প্রমুখ।

সর্বশেষ খবর