Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২১ সেপ্টেম্বর, ২০১৯ ২৩:৫৪

নৌকাডুবিতে তিন শিক্ষার্থীর প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি

নৌকাডুবিতে তিন শিক্ষার্থীর প্রাণহানি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জাতীয় উদ্যান আশুড়ার বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছেন। এ সময় ওই নৌকাতে থাকা অপর ২ শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বিকালে নবাবগঞ্জে জাতীয় উদ্যান আশুড়ার বিলে এ ঘটনা ঘটে। নৌকাডুবির ঘটনায় নিহত হাবিপ্রবির দুজন ছাত্র হলেন- সিভিল ইঞ্জিনিয়ারিং এর আশফাক আহমেদ ওরফে দীপ্ত (২৩) এবং ফিজারিজ অনুষদের রাফিদ আহমেদ (২৪)। এই ঘটনায় মৃত অপরজন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের ছাত্রী ফারিয়া মৌমি (২২)। স্থানীয়রা ও পুলিশ জানায়, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৪ ছাত্র ও দিনাজপুর সরকারি মহিলা কলেজের এক ছাত্রীসহ ৫ জন নবাবগঞ্জে জাতীয় উদ্যান আশুড়ার বিলে ঘুরতে যান। তারা কাঠের তৈরি ব্রিজ ও শালবন ঘুরে দেখার পর নৌকায় চড়ে বিল ঘুরে দেখছিলেন। শিক্ষার্থীরা মাঝির কাছ থেকে নৌকা নিয়ে নিজেরাই নৌকা চালিয়ে বিলের মধ্যে যান। বিলের মাঝখানে গিয়ে হঠাৎ নৌকাটি ডুবে যায়। সাঁতার না জানায় সবাই পানিতে তলিয়ে যান।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর