শিরোনাম
রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুই জেলায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় কলেজছাত্র এবং ময়মনসিংহে নারীর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ কুষ্টিয়ার দৌলতপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে তারেক (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। তারেক দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মহির উদ্দিনের ছেলে এবং খলিশাকুন্ডি কলেজের প্রথমবর্ষের ছাত্র। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লব জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজছাত্র তারেক শুক্রবার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে গতকাল সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে সে মারা যায়। ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফাতেমা আক্তার (৬৫) নামে এক নারী মারা গেছেন। তার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে ৭ জনসহ জেলায় মোট ৮ জন মারা গেছে। 

হাসপাতালের সহকারী পরিচালক ডা. লক্ষ্মীনারায়ণ মজুমদার জানান, ১৩ সেপ্টেম্বর রাতে ডেঙ্গু জ্বর নিয়ে ফাতেমা ময়মনসিংহ মেডিকেলের ১২ নম্বর ওয়ার্ডের মেডিসিন বিভাগে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ১৯ সেপ্টেম্বর তাকে হাসপাতালের আইসিইউ সাপোর্ট দেওয়া হয়।

শুক্রবার বিকালে আইসিইউতে তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর