সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লার সড়কে মৃত্যুর মিছিল

এক বছরে চার শতাধিক প্রাণহানি

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লার সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল থামছে না। গত এক বছরে এ অঞ্চলে সড়কে চার শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। হাইওয়ে পুলিশ কুমিল্লার সূত্র মতে, ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত কুমিল্লা অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ২৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৫৭ জন। কুমিল্লার আঞ্চলিক মহাসড়কের কিছু অংশ এবং উপজেলা সড়কগুলো হাইওয়ে পুলিশের বাইরে। সেগুলো দেখছে জেলা পুলিশ। তাছাড়া স্থানীয় দুর্ঘটনার সব খবর পুলিশ ও মিডিয়ার হাতে আসছে না। সে হিসাবে জেলায় বছরে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বেশি দুর্ঘটনা হচ্ছে। সবশেষ গত ১৫ সেপ্টেম্বর কুমিল্লার সদর দক্ষিণে উল্টোপথে আসা বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে ২ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দুটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে একটির দুজন হেলপার মারা যান। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান উদ্ধারে গিয়ে আরেকটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় হাইওয়ে পুলিশের এএসআই আক্তার হোসেনের। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। অপরদিকে ১৮ আগস্ট কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ নিহত হয়েছেন আটজন। ওই দুর্ঘটনায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঘোড়াময়দান গ্রামের নিহত জসিম উদ্দিনের পরিবারের বেঁচে যাওয়া একমাত্র সদস্য রিফাত (৮) এখনো হাসপাতালে চিকিৎসাধীন। নিহত জসিমের ভাই মহসিন জানান, দুর্ঘটনার এক মাসেও তিশা ট্রান্সপোর্টের মালিক আমাদের একটা ফোন দেয়নি। রিফাতের চিকিৎসা ব্যয় চালাতে কষ্ট হচ্ছে। আমরা দোষীদের সাজা চাই।

কুমিল্লার মানবাধিকার সংগঠক আলী আকবর মাসুম বলেন, একই পরিবারের ছয়জনসহ আটজন নিহতের বিষয়টি মর্মান্তিক। ওই দুর্ঘটনায় রিফাত নামের একটি ছেলে বেঁচে আছে। বাসমালিক কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় ছেলেটির পাশে দাঁড়াতে পারে। সড়ক আইনের যথাযথ প্রয়োগ হলে দুর্ঘটনা কমবে বলেও জানান তিনি। হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘ফিট গাড়ি আর ফিট চালকের অভাবে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে অতিরিক্ত গতি দুর্ঘটনা বাড়িয়ে দিচ্ছে। আমরা গতি কমানোর বিষয়ে স্পিড গান ব্যবহারসহ নানা পদক্ষেপ নিয়েছি। দুর্ঘটনায় জড়িত চালক-হেলপারদের গ্রেফতার করছি। চালক-মালিক, যাত্রী সবার সচেতনতা ছাড়া দুর্ঘটনা রোধ করা যাবে না।’

সর্বশেষ খবর