শিরোনাম
সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন, বিক্ষোভ

নীলফামারী সদর হাসপাতাল

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী আধুনিক সদর হাসপাতালে এক রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগ উঠেছে। শনিবার রাতের এ ঘটনার প্রতিবাদে গতকাল বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রোগীর স্বজনরা। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মানববন্ধনে অংশ নেওয়া জেলা শহরের নতুন বাজার কলোনির সানোয়ার হোসেন অভিযোগ করেন, শনিবার রাতে তার মা মল্লিকা বেগমের বুকে ব্যথা হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় মাকে হাসপাতালে থাকা মেয়াদোত্তীর্ণ সোডিয়াম ক্লোরাইড স্যালাইন প্রয়োগ করে। বিষয়টি দেখে প্রতিবাদ করলেও হাসপাতালে আরও চারজন রোগীকে একই স্যালাইন প্রয়োগ করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হলে সেখানে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টির সত্যতা পান। হাসপাতাল সূত্রে জানা যায়, মল্লিকা বেগম (৪৫) নামে যে রোগীকে স্যালাইন প্রয়োগ করা হয়েছিল সেটির মেয়াদ শেষ হয়েছে গত মাসে। এতদিন পরও এ স্যালাইন কীভাবে স্টোরে থাকে এ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম বলেন, ‘হাসপাতালের স্টোরে আরও মেয়াদোত্তীর্ণ ওষুধ রয়েছে কিনা যাচাই করে দেখা হবে।’ সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণ বলেন, ‘আধুনিক সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ রেজাউল করিমকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিটি তদন্ত রিপোর্ট প্রদান করবে। রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর