সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চার বস্তা মানব কংকাল

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লীতে কান্তি পরিবহনের কাউন্টার থেকে চার বস্তা মানব কংকাল উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, ভুল্লীতে কান্তি পরিবহন কাউন্টারে শুক্রবার বিকালে মোকছেদ আলী নামে এক ব্যক্তি চার বস্তা আলু ঢাকায় সফিউল আলম নামে এক ব্যক্তির কাছে পাঠানোর জন্য বুকিং দেয়। বুকিংকৃত আলু কান্তি পরিবহনে রংপুরে গেলে গাড়ির চেকিংয়ে ধরা পড়ে। পরে সুপার ভাইজার বুকিংয়ের আলুর বস্তা ভুল্লী কাউন্টারে শনিবার দুপুরে ফেরত দেয়। কাউন্টারের ম্যানেজার আমিনুল হক ফেরত আলুর বস্তা নিয়ে যাওয়ার জন্য মোকছেদ আলীকে ফোন করেন। মোকছেদ বলেন, আপনি বস্তাগুলো দিয়ে পাঠান। স্থানীয়দের সন্দেহ হলে রাতে সদর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার বস্তা কংকাল উদ্ধার করে। ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) মোর্তুজার জানান, কান্তি পরিবহনের কাউন্টারে আলুর চারটি বস্তায় মানুষের হাড়গোড় পাওয়া গেছে।

সর্বশেষ খবর