সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মাদক মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী গতকাল এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- দৌলতপুর উপজেলার আতারপাড়া চিলমারির আহাম্মদের ছেলে আলমগীর, আকবর আলীর ছেলে সেলিম উদ্দিন, জাহাঙ্গীরের ছেলে আজিম উদ্দিন, মসলেমের ছেলে সাইফুল ও আজিজুলের ছেলে সুফিয়ান। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৫ জানুয়ারি ভারত-বাংলাদেশ সীমান্তে ফেন্সিডিল পাচারকালে বিজিবির টহলদল তাদের ধাওয়া করে। পালানের সময় পাচারকারীরা ৫০২ বোতল ফেন্সিডিল ফেলে যায়। পরে এ ঘটনায় পাঁচজনকে চিহ্নিত করেন বিজির সদস্যরা। আলামতসহ ৫ জনের নামে মাদক দ্রব্য আইনে মামলা করে বিজিবি। তদন্ত শেষে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি চার্জশিট দাখিল করে পুলিশ।

সর্বশেষ খবর