সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ড্রেনের জন্য হাজারো মানুষের ভোগান্তি

শেরপুর প্রতিনিধি

প্রথম শ্রেণির পৌরসভা শেরপুর। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই অধিকাংশ এলাকায় পানি জমে যায়। ক্ষতিগ্রস্ত হয় কোটি টাকার সড়ক। এতে পৌরবাসী চরম দুর্ভোগে পড়েন।

পৌরবাসীর অভিযোগ, রসিদা বিড়ি ফ্যাক্টরি থেকে শেখহাটি বাজার পর্যন্ত কোনো ড্রেন নেই। ফলে সামান্য বৃষ্টিতেই ওই সড়কে পানি জমে যায়। ২০১৮-১৯ সালে ওই সড়কটি অন্তত তিনবার মেরামত করা হয়েছে। এ ছাড়া বৃষ্টিতে পানিতে শেখহাটী বাজারও বন্ধের উপক্রম হয়। এ ব্যাপারে ভুক্তভোগীরা পৌর কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ করেও কোনো সমাধান পাননি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রহুল আমিন জানান, নাগরিকের দাবির প্রেক্ষিতে পৌরসভায় ড্রেনের প্রস্তাব করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই মেয়রকে জানানো হয়েছে।

পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন জানান, সম্প্রতি সরকারের জলবায়ু টাষ্ট্র দেড় কোটি টাকা অনুদান দিয়েছে। ওই এলাকায় ড্রেনের অংশবিশেষ দ্রুত করা হবে। পরবর্তী অর্থপ্রাপ্তি সাপেক্ষে বাকি অংশ করা হবে।

সর্বশেষ খবর