সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নওয়াব ফয়জুন্নেছা আজও পাননি রাষ্ট্রীয় স্বীকৃতি

১১৬তম মৃত্যুবার্ষিকী আজ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

নওয়াব ফয়জুন্নেছা আজও পাননি রাষ্ট্রীয় স্বীকৃতি

নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর ১১৬তম মৃত্যুবার্ষিকী আজ। নারী শিক্ষার প্রসার ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম ও একমাত্র মুসলিম নারী হিসেবে ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়া তাকে ‘নওয়াব’ উপাধি দেন। স্বাধীনতার ৪৮ বছরেও এ মহীয়সী নারী রাষ্ট্রীয় মর্যাদা পাননি। জানা যায়, লাকসামের পশ্চিমগাঁও এলাকায় ১৮৩৪ সালে ফয়জুন্নেছা জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়ার জন্মের সাত বছর আগে কুমিল্লার বাদুড়তলায় প্রতিষ্ঠা করেন ফয়জুন্নেছা উচ্চ ইংরেজি বালিকা বিদ্যালয়। যা বর্তমানে ফয়জুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় নামে পরিচিত। ১৯০১ সালে লাকসামে ‘ফয়জুন্নেছা ডিগ্রি কলেজ’ ও ‘বিএন হাইস্কুল’ প্রতিষ্ঠা করেন তিনি। নারী স্বাস্থ্যসেবায় তিনি ১৮৯৩ সালে নওয়াব ফয়জুন্নেছা মহিলা ওয়ার্ড প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে কুমিল্লা জেনারেল হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত। ফয়জুন্নেছা ১৮৯৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নির্মাণকাজে ১০ হাজার টাকা অনুদান দেন। নওয়াব ফয়জুন্নেছা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ‘পশ্চিমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়’ হিসেবে চালু রয়েছে।

সর্বশেষ খবর