মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

গাইবান্ধায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ কলেজে তালা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ কলেজে তালা

গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ এবং ডিগ্রি (পাস) প্রথম বর্ষের শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডের ভুল তথ্য সংশোধনের দাবিতে গতকাল সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষের অপসারণ দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করে তারা। তালা লাগিয়ে দেয় কলেজের প্রশাসনিক ভবনে। শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ কলেজ শাখার বিভিন্ন ছাত্র সংগঠন অধ্যক্ষের নানা দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। সবশেষ ডিগ্রি প্রথম বর্ষের ১২০ জন শিক্ষার্থীর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ডে নানা তথ্য ভুল আসায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়। বিষয়টি অধ্যক্ষকে জানালে তিনি ভুল সংশোধনের ব্যবস্থা না নিয়ে টালবাহানা করতে থাকেন। সময় শেষ হওয়ার পর কলেজের কম্পিউটার অপারেটরকে দিয়ে ছাত্রছাত্রীদের জানান, আর কিছু করার নেই। শিক্ষার্থীদের দাবি, কলেজ প্রশাসনের গাফিলতির কারণেই ভুল হয়েছে। অধ্যক্ষ মিজানুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রেজিস্ট্রেশন কার্ডের ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে তা সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরই গাফিলতির কারণে হয়েছে। এ সংকট নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।’

সর্বশেষ খবর