শিরোনাম
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

৮ কলেজ প্রাক মডেল কলেজ নির্বাচিত

গাজীপুর প্রতিনিধি

দেশে প্রথমবারের মতো ৮টি বেসরকারি কলেজকে প্রাক-মডেল কলেজ হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। গতকাল গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই মডেল কলেজ নির্বাচনের ঘোষণা দেন উপাচার্য। নির্বাচিত কলেজগুলো হল- ঢাকা কমার্স কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (ঢাকা), লালমাটিয়া মহিলা কলেজ (ঢাকা), উত্তরবাংলা কলেজ (লালমনিরহাট), সৈয়দ আহম্মদ কলেজ (সুখানপুকুর, বগুড়া), সখিপুর রেসিডেন্সিয়াল মহিলা কলেজ (টাঙ্গাইল) দৌলতপুর কলেজ (কুষ্টিয়া) ও রফিকুল ইসলাম মহিলা কলেজ (কিশোরগঞ্জ)। উপাচার্য জানান, পূর্ণাঙ্গ মডেল কলেজ হিসেবে বিবেচিত হতে ওই কলেজসমুহকে এক বছরের মধ্যে মধ্যমেয়াদী এবং দুই বছরের মধ্যে দীর্ঘমেয়াদী শর্ত পূরণ করতে হবে।

সর্বশেষ খবর