বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘সচেতন হলে কেউ দালালের খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত হবে না’

কুমিল্লা প্রতিনিধি

বহির্গমন ও বৈদেশিক মুদ্রা আয়ে সারা দেশে পথিকৃৎ কুমিল্লা জেলা। তবে এ জেলায় অনেকেই আছেন যারা বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে যাওয়ার জন্য দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছেন। অনেকে স্বল্প প্রশিক্ষণে এবং মৌখিক চুক্তিতে বিভিন্ন দেশে গিয়ে প্রতারিত হয়েছেন। তাদেরসহ সবার উদ্দেশে একটাই কথা আপনি আপনার বহির্গমন সম্পর্কে সচেতন হোন, দক্ষতা ও যোগ্যতায় অনন্য হোন তাহলে আর কেউ দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হবেন না। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এক্সক্লুশন অ্যান্ড মাইগ্রেশন (এসইউএম) প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবুল ফজল মীর এ কথা বলেন। মোস্তফা কায়জারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাজমুল হাসান, মেরিনা সুলতানা, মাসুদ আলম ও মতিন সৈকত।

সর্বশেষ খবর