বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী বিসিক সাতরং এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লি: নামে এক ওষুধ কারখানায় গতকাল দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বেশ কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

এঘটনায় পুরো এলাকায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় মধাহ্নভোজের বিরতি থাকায় তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, ঘটনারদিন গতকাল দুপুর দেড়টার সময় নির্মাণাধীন ভবনের নিচতলায় হঠাৎ মালামাল মজুদ কক্ষে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহাস শিখা অন্যত্র ছড়িয়ে অফিসিয়াল এসি,কার্টুনসহ বিভিন্ন আসবাবপত্র আগুনে ভস্মিভূত হয়েছে।

এবিষয়ে কারখানার নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম বাদল জানান, নির্মাণাধীন ভবনের নিচতলায় এসি,কাটুন ও বৈদ্যুতিক যন্ত্রাংশ মজুদ রাখা হয়েছিলো,ওইখানে হঠাৎ আগুন ধরে বেশ কিছু মালামাল পুড়ে গেছে। বৈদুৎতিক সর্টসার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এঘটনায় প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন তিনি। এব্যাপারে  টঙ্গী ফায়ার সার্ভিস এর পরিদর্শক কবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকান্ডে বেশ কয়েকলাখ টাকা ক্ষতি হয়েছে,তবে কিভাবে আগুনের সুত্রপাত সে বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সর্বশেষ খবর