বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মুকসুদপুরে সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় হামলা, লুট

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মো. আওলাদ বিশ্বাস সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় তার ওপর হামলা ও বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে উল্লেখ করেছেন চলতি মাসের ১৮ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মনিরকান্দি গ্রামের রাজ্জাক বিশ্বাস (৬৮), জাকির বিশ্বাস (৩০) ও আতিয়ার বিশ্বাসসহ (২১) এগারো জন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে তার ছেলে ওসমান গনিকে মেরে ফেলার হুমকি দেন। আওলাদ বিশ্বাস চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে নগদ ৫৬ হাজার টাকা ও ২১ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা গতকাল জানান অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে (মামলা নং-২৬, তাং-২৫.০৯.১৯ ইং)। তিনি বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত সেন্টু বিশ্বাস তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন তিনি গত এক মাস ঢাকায় রয়েছেন। তিনি আরো বলেন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

সর্বশেষ খবর