বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নিরীহদের বন মামলায় জড়ানোর অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

বনের জায়গার সঙ্গে বসবাস বা জমি নেই এমনকি বন ধ্বংস করছে না এমন ব্যক্তিদের নামেও মামলা করে হয়রানি করা হচ্ছে। অথচ শিল্প প্রতিষ্ঠানের সীমানার ভেতর বনের সম্পত্তি রয়েছে- এমন সম্পদ উদ্ধারে বছরের পর বছর পেরিয়ে গেলেও মামলা বা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না। শ্রীপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহতাব উদ্দিন গতকাল বেলা সাড়ে ১২টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বক্তব্য দেন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীন। শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ বলেন, সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতে শ্রীপুর বাজারের ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন। বন মামলায় সাধারণ ও নিরীহ মানুষদের অভিযুক্ত করে হয়রানি করা হচ্ছে। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ২৩ মে বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ ও সেখানে তার উপস্থিতির কথা উল্লেখ করে বন বিভাগ তাকেও অভিযুক্ত করেন। অথচ গত আগস্ট মাসে এবং জীবনে একবার তিনি ওই বিদ্যালয় পরিদর্শনে যান। মিথ্যা ঘটনার বর্ণনা দিয়ে এ রকম মামলাটিকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান বলেন, ১৯৭২ সালে উপজেলার চাওবন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। অতি সম্প্রতি বিদ্যালয় ভবন নির্মাণের জন্য পুরনো ভবন ভেঙে সেখানে নতুন পাকা ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। ঠিক সেই মুহূর্তে রাজেন্দ্রপুর রেঞ্জের সূর্য নারায়ণপুর বিটের ফরেস্টার আনিছুর রহমান বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও ঠিকাদারকে অভিযুক্ত করে মামলা করেছেন। শ্রীপুর বাজার, বরমী বাজারসহ উপজেলার জনবহুল বাজারগুলোতে ফুটপাত দখল করে যানজট সৃষ্টির অভিযোগ করেন বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সরকার।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মঞ্জুরুল হক, সিরাজুল হক, আবুল খায়ের, আলফাজ উদ্দিন সরকার। উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, কাজী আকতার হোসেন, মাহবুবুর রহমান, রায়হানুল ইসলাম আকন্দ, মোতাহার হোসেন খান, মোক্তার হোসেন, শাহাদাত হোসেন সাদেক প্রমুখ।

সর্বশেষ খবর