বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

গ্যাস লাইনের আগুনে পুড়ে গেছে দোকান

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ চলার সময় অসাবধানতাবশত গ্যাস সঞ্চালন লাইন ফুটো হয়ে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে ওই এলাকার নূপুর মার্কেট ও সোবহান মার্কেটের চারটি দোকানের মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

-গাজীপুর প্রতিনিধি

হাজতির মৃত্যু

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম খোকন (৩০)। তিনি চাঁদপুরের হাইমচর থানার পাঁচকান্দি এলাকার জানশরীফের ছেলে। মঙ্গলবার রাতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খোকন মাদক ও ছিনতাই মামলার আসামি ছিলেন। -গাজীপুর প্রতিনিধি

শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাদেশ শিশু একাডেমী প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দেশাত্ববোধক জারিগানে দ্বিতীয় রানার্সআপ বিজয়ী টঙ্গী সিরাজউদ্দিন বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা দেওয়া হয়েছে।

কলেজ অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গভর্নিং বডির সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান।

-টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর